আজকাল ওয়েবডেস্ক: আইআইটি খড়গপুরে প্রথমদিনেই বিপুল চাকরির অফার। ২৮ ঘণ্টার মধ্যে ৮০০ জন পড়ুয়ার মিলল চাকরি। বার্ষিক এক কোটি টাকা বেতনের চাকরি পেলেন একাধিক পড়ুয়া। বিশ্বের নামী কোম্পানিতে মিলল চাকরির সুযোগ। সর্বোচ্চ কত বেতনের চাকরি পেলেন পড়ুয়ারা?
আইআইটি খড়গপুর সূত্র খবর, পয়লা ডিসেম্বরে ২০২৪-২৫ সালের ব্যাচের প্লেসমেন্ট শুরু হয়েছে। প্রথমদিনে প্রথম পর্বেই ৮০০ জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। তাঁদের মধ্যে ন'জন পড়ুয়া বার্ষিক এক কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন। একজন পড়ুয়া বার্ষিক ২.১৪ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন। যা আইআইটি খড়গপুরের প্লেসমেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ক্যাপিটাল ওয়ান, ডেটাব্রিকস, ডিই শ-র মতো বড় বড় বহুজাতিক কোম্পানিতে চাকরির অফার পেয়েছেন বহু পড়ুয়া। সফটওয়্যার, ব্যাঙ্কিং, ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছেন পড়ুয়ারা। আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কনক্লেভ আয়োজিত হচ্ছে। বর্তমানে চাকরির বাজার সংকুচিত হলেও প্রথমদিনেই রেকর্ড ভাঙা চাকরির অফারে যারপরনাই খুশি পড়ুয়ারা।
