তীর্থঙ্কর দাস: এ এক অন্যরকম ভালোবাসার ছবি। সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তব জীবনের এই ভালোবাসার গল্প। পঙ্গু স্ত্রীকে পিঠে করে বয়ে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখাচ্ছেন জটেশ্বর নব নগর এলাকার বিনোদ দাস। সঙ্গে দুই ছেলে। এক ছেলের বয়স ৮ বছর। আরেক ছেলে ৫ বছর।

 

কিন্তু স্ত্রীকে পিঠে বয়ে কেন মন্ডপে আনতে হয়েছে পেশায় টোটো চালক বিনোদের ?  জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা বিনোদ এবং সুখি। ৫ বছর বয়সে স্ত্রী সুখি সরকারের দুই পা পঙ্গু হয়ে যায়। সেই কারণে আর চলাফেরা করতে পারেন না সুখি সরকার। দীর্ঘ ১১ বছর আগে ভালো বেসে  সুখিকে বিয়ে করে বিনোদ।  সেই ভালোবাসা আজও অটুট। তাই পিঠে করে স্ত্রীকে নিয়ে দুর্গা দর্শন বিনোদের। আর স্বামীর পিঠে চেপে মন্ডপে মন্ডপে ঠাকুর দেখে খুশি সুখি সরকার।  দুর্গাপুজোয় এক অন্য ভালোবাসার দৃশ্য দেখল বাংলা, নজির তৈরি করলেন বিনোদ।