আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তরউত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা জুড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সতর্কতা জারি করা হয়েছে ধসেরও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলা থেকে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে।
এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি।।
এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি।।
