আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সেরা চার দুর্গাপুজোকে দুর্গারত্ন পুরস্কার দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, পরিবেশ, জাঁকজমক, প্রতিমা বিভিন্ন দিক বিচার করে এই পুরস্কার দেওয়া হয়েছে রাজভবনের তরফে। প্রথমেই রয়েছে টালা প্রত্যয়ের নাম। মণ্ডপের পরিবেশের জন্য দেওয়া হয়েছে পুরস্কার। মণ্ডপের জাঁকজমকের জন্য পুরস্কৃত করা হয়েছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপকে।
রাজ্যের বিভিন্ন অংশ থেকে মানুষ দেখতে গিয়েছেন পরিবেশ সংক্রান্ত সচেতনতার জন্যই দুর্গা রত্ন দেওয়া হয়েছে বরাহনগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবকে। অভিনব ভাবনার জন্য চতুর্থ প্যাণ্ডেল হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে নেতাজি কলোনী লো ল্যান্ডকে। রাজ্যপাল হিসেবে বাংলায় প্রথমবার পুজো কাটিয়ে আনন্দিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ কিছু প্যাণ্ডেল পরিদর্শন করেছেন তিনি। এমনকি প্রতিমা বিসর্জন দেখতে মঙ্গলবার বাবুঘাটেও যান তিনি।
রাজ্যের বিভিন্ন অংশ থেকে মানুষ দেখতে গিয়েছেন পরিবেশ সংক্রান্ত সচেতনতার জন্যই দুর্গা রত্ন দেওয়া হয়েছে বরাহনগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবকে। অভিনব ভাবনার জন্য চতুর্থ প্যাণ্ডেল হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে নেতাজি কলোনী লো ল্যান্ডকে। রাজ্যপাল হিসেবে বাংলায় প্রথমবার পুজো কাটিয়ে আনন্দিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ কিছু প্যাণ্ডেল পরিদর্শন করেছেন তিনি। এমনকি প্রতিমা বিসর্জন দেখতে মঙ্গলবার বাবুঘাটেও যান তিনি।
