আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থতা নিয়ে তিনি ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। গত ২৩ অক্টোবর বারাণসীর এক সভাতে হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বারাণসীর এক হাসপাতালে। ভর্তির সময় জ্ঞান তো ছিলই না, নাক-মুখ দিয়ে রক্ত পড়ছিল বলে জানা গিয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এদিন সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

 

 

 

এক মাসে বারাণসীর থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন পঙ্কজ দত্ত। সেই অনুষ্ঠানে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ। স্পষ্টবক্তা হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন রাজ্যের প্রাক্তন আইজি। প্রতিদিন সন্ধ্যায় টেলিভিশনের প্যানেল অথবা টক শো-তে তাঁকে দেখা যেত। যেকোনও ইস্যুতে কোনওরকম পক্ষপাতিত্ব না নিয়ে স্পষ্ট কথা বলতেন।

 

 

 

একাধিক সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে তাঁকে সরতে দেখা যায়নি কোনওদিন। তবে কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এমনকি পুলিশের চাপের মুখেও পড়তে হয় তাঁকে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই প্রয়াত হলেন তিনি।