অতীশ সেন, ডুয়ার্স: প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে এসে রুদ্ধদ্বার বৈঠক করে গেলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস পার্টির নেতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। শনিবার বিকেলে তিনি হঠাৎই জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে এসে পৌঁছন। এর পর প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক থেকে বেড়িয়ে আলোচনার বিষয়ে কেউই কিছু বলতে চাননি। তাঁরা এটিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন। তবে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।
বৈঠক শেষে অনন্ত মহারাজ বলেন, 'আমি আগেও বারলা'জির সঙ্গে দেখা করেছি। আজও তার খোঁজখবর নিতে এসেছিলাম। এটি শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ।' পৃথক উত্তরবঙ্গ রাজ্যের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না - এ প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ কিছু বলতে চাননি। তিনি বলেন বলেন, 'জন বার্লা গর্ভমেতারঁ নাকি যে এই বিষয়ে তার সাথে কথা বলব? আমি শুধু দেখা করতে চেয়েছিলাম, তাই এসেছি।'
জন বার্লা জানান, 'অনন্ত মহারাজ আজ আমাকে দেখতে এসেছিলেন। আমরা আমাদের নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমরা বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমাদের এলাকা এবং জনগোষ্ঠীর উন্নয়নের জন্য দাবি জানিয়েছি। আজকের বৈঠকও সেই বিষয়েই আলোচনা হয়েছে।' এরই সাথে জন বার্লা বলেন, 'এইবার চা শ্রমিকদের সঙ্গে অন্যায় হয়েছে। ২০ শতাংশ বোনাসের বদলে মাত্র ১৬ শতাংশ দেওয়া হয়েছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, তাই এই বৈঠকে উপস্থিত থাকতে পারিনি। তবে আমাদের সংগঠনের সদস্যরা এই চুক্তিতে স্বাক্ষর করেননি। আমি থাকলে ২০ শতাংশের নিচে কখনই মেনে নিতাম না।'
