আজকাল ওয়েবডেস্ক: জেলায় জেলায় প্রস্তুতি চলছে পূজা কার্নিভালের। সোমবার ১৪ অক্টোবর জেলাগুলিতে হবে এই কার্নিভাল। মাত্র কয়েকঘণ্টা পরেই শুরু হবে তা। যা ঘিরে রাজ্যজুড়ে জেলাগুলিতে প্রস্তুতি তুঙ্গে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্তারা। বহু জেলাতেই আগেরবারের থেকে এবছর কার্নিভালে যোগ দেওয়া পূজার সংখ্যা বেড়েছে। কলকাতায় কার্নিভাল হবে মঙ্গলবার ১৫ অক্টোবর।
দক্ষিণবঙ্গের মালদা জেলায় এবছর ক্যার্নিভ্যালে অংশ নিচ্ছে ২৫টি ক্লাব। গতবার এই সংখ্যাটা ছিল ১৯। মালদা শহরের প্রাণকেন্দ্র সুকান্ত মোড় থেকে জাতীয় সড়ক ধরে রথবাড়ি মোড় পর্যন্ত যাবে এই কার্নিভ্যাল। সেজন্য বিকেলের পর থেকেই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও কার্নিভাল নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই জেলা ও পুলিশ প্রশাসনের তরফে দফায় দফায় নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার এই জেলার ১৬টি পূজা কমিটি কার্নিভালে অংশ নেবে বলে জেলা প্রশাসনের একটি সূত্র জানায়। শোভাযাত্রা শুরু হবে জলপাইগুড়ির পিডব্লুডি মোড় থেকে। শেষ হবে কিং সাহেবের ঘাটে। স্থানীয় থানাগুলি দফায় দফায় বৈঠক সেরেছে পূজা কমিটিগুলির সঙ্গে। প্রস্তুত থাকছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর।
