আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে ত্রাণ না দিয়েই ফিরে আসতে হল রাজ্য কংগ্রেস নেতৃত্বকে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে বৃহস্পতিবার কলকাতা থেকে রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি দল পৌঁছয় হাওড়ার ভাটোরাতে। প্রতিনিধি দলে ছিলেন এআইসিসি সদস্য রণজিৎ মুখার্জি-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। আমতা এলাকায় এই ত্রাণ বিলির আয়োজন করেন আমতার যুব কংগ্রেস সভাপতি কাজি আবু আসলাম ও যুব দলের অন্যান্যরা।
কুলিয়া থেকে নৌকা নিয়ে দলটি পৌঁছয় ভাটোরা শিবতলা বাজারে। কংগ্রেস নেতা রণজিৎ মুখার্জি বলেন, 'এদিন আমরা ১৫০ জনের জন্য চাল, মুড়ি-সহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র নিয়ে পৌঁছে যাই। কিন্তু ত্রাণ বিতরণ শুরু করার পর এমন জোরে বৃষ্টি আসে যে আমরা বাধ্য হয়ে ত্রাণ বিলি বন্ধ করে ফিরে আসি। সবাইকে আশ্বস্ত করা হয়েছে এই ত্রাণ তাঁদের কাছে আমরা পৌঁছে দেব।'
পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, গোটা এলাকাই জলে ভেসে গিয়েছে। ঘরবাড়িতে ঢুকে পড়েছে জল। ফলে লোকজন খুবই সমস্যায় আছেন। আগামীদিনেও তাঁদের তরফে আরও ত্রাণ বিলি করা হবে বলে তিনি জানান।
