২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। এই ভৌতিক সিরিজের দ্বিতীয় ভাগ 'নিকষ ছায়া' নিয়েও গত বছর এসেছিলেন পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও 'নিকষ ছায়া'য় কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও দেখা গিয়েছিল অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা।
'নিকষ ছায়া'র গল্পে দেখা গিয়েছিল তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফিরেছিলেন ভাদুড়ি মশাই। আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর এই তৃতীয় মরশুমেও পরিচালক আনছেন আরও চমক। তবে এবার সিরিজ পরিচালনার দায়িত্বে সায়ন্তন ঘোষাল।
আসছে 'নিকষ ছায়া ২'। এই সিরিজের ঘোষণা হইচই-এর 'গল্পের পার্বণ'-এই হয়েছিল। আবারও পৈশাচিক রহস্যের সমাধান করতে ফিরছেন ভাদুড়ি মশাই। গত সিজনেই ভাদুড়ি মশাইয়ের সঙ্গে পাল্লা দিতে দেখা গিয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিককে। জানা যাচ্ছে, সায়ন্তনের পরিচালনায় তৃতীয় সিজনেও কাঞ্চনকে ঘিরেই এগোবে গল্প।
তবে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী থাকবেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসুও। কিন্তু বরাবরের মতো এবারের গল্পে নতুন চরিত্রের আগমন হতেই পারে। সূত্রের খবর, চলতি নভেম্বরেই শুটিং শুরু হতে চলেছে 'নিকষ ছায়া ২'-এর।
প্রসঙ্গত, “বাঙালি হওয়া শুধু ব্যক্তিগত নয়, আজ সেটা গর্বের সঙ্গে সামাজিক!”এই ভাবনাকেই সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে এল এক অভিনব সাংস্কৃতিক আন্দোলন ‘বোল্ডলি বাঙালি।’ এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল বাঙালির বাঙালিয়ানা দৃঢ়ভাবে যেন সারা বিশ্ব জানতে পারে। এই উদ্যোগের ফলে বাঙালি যেন তার বাঙালিয়ানা আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পারে। হইচই-এর এই উদ্যোগে সানন্দে সামিল হয়েছে টলিপাড়ার সব জনপ্রিয় ব্যক্তিত্বরা।
মোট কথা, হইচই-এর মূল বক্তব্য হল, নিজের সাংস্কৃতিক পছন্দ, সংস্কৃতি দৃঢ়ভাবে দেখলে মানুষ তা নিয়ে আগ্রহী হয়। তা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। বাঙালির আসল রুচি, সংস্কৃতি আর স্বকীয়তাকে শুধুমাত্র ঘরোয়া নয়, বরং গ্লোবাল কুলনেস'-এর প্রতীক করে তোলা। খাবার থেকে ফ্যাশন, সাহিত্য থেকে সিনেমা - বাঙালির রুচি বিশ্বের অন্যতম পরিশীলিত। কিন্তু এখন সময় এসেছে সেই রুচিকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করার, শুধু ব্যক্তিগত নয়, সামাজিক পরিসরেও। তার-ই প্রতিফলন এই প্ল্যাটফর্মের আগামী সিরিজ এবং সব ছবি। উদ্যক্তাদের দাবি, এবার তাঁদের প্ল্যাটফর্মের আসন্ন সিরিজ বাঙালিয়ানায় ভরপুর হওয়ার পাশাপাশি তা দর্শককে ভাবাবে।
