আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার আমডাঙায় গ্যাস গোডাউনে ভয়াবহ আগুন। গ্যাস সিলিন্ডারে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজ যেমন শোনা গিয়েছে তেমনি আকাশ ছোঁয়া আগুনের হলকা বহু দূর থেকে দেখা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বিপদ এড়াতে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। মাইকিং করে জনতাকে দূরে থাকতে পরামর্শ দেয় তারা।
জানা গিয়েছে, আলমডাঙা এলাকায় একটি ফাঁকা মাঠের মধ্যে এই গ্যাস গোডাউনটিতে এদিন দুপুরে আচমকাই আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফাটতে থাকে সিলিন্ডার। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিড় করতে থাকেন এলাকাবাসী। ইতিমধ্যেই খবর যায় পুলিশ ও দমকলের কাছে। দমকলকর্মীরা এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
বারাসত জেলা পুলিশের একটি সূত্রের দাবি, দমকলের একটি গাড়িই আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনা ঘিরে ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, এই গ্যাস গোডাউনটি বেআইনিভাবে চালানো হচ্ছে এবং এর নিরাপত্তার দিকটি একেবারেই দেখা হচ্ছে না। ফলে ভবিষ্যতেও এর থেকে বিপদ হতে পারে। তবে গোডাউনটি আইনত না বেআইনিভাবে চলছে তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
