আজকাল ওয়েবডেস্ক: কন্ডাক্টরকে বাস ভাড়ার টাকা খুচরো দিতে পারেননি। তাই, মহিলা যাত্রীকে এলোপাথাড়ি মারধর করার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার এলাকায়। নিগৃহীত মহিলা টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলা মোহনপুরের বাসিন্দা। ব্যারাকপুরের অভিজাত একটি সোনার দোকানে তিনি রিসেপশনিস্ট পদে কাজ করেন। সকাল ১০টা নাগাদ মোহনপুর মোড় থেকে তিনি ৮১ নম্বর রুটের একটি বাসে ওঠেন।
ব্যারাকপুর স্টেশন মোড়ে তাঁর নামার কথা ছিল। ভাড়া দেওয়ার সময় তিনি ১০০ টাকার একটি নোট বের করে কন্ডাক্টরকে দিয়েছিলেন। কিন্তু কন্ডাক্টর তা নিতে চাননি। তিনি দাবি করেন, নির্দিষ্ট ভাড়ার টাকাই দিতে হবে। খুচরো না দিলে তিনি ভাড়া নেবেন না। ওই মহিলার কাছে খুচরো টাকা ছিল না। তিনি তাঁর অসহায়তার কথা কন্ডাক্টরকে জানান। অভিযোগ, কন্ডাক্টর তখন তাঁকে তুই-তোকারি করে গালিগালাজ শুরু করেন। ওই মহিলা তার প্রতিবাদ করেন। অভিযোগ, কন্ডাক্টর তখন চলন্ত বাসের মধ্যে তাঁকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মারতে থাকেন। সব দেখেও বাসের অন্য যাত্রীরা কোনও প্রতিবাদ করেননি। ব্যারাকপুরে নেমে ওই মহিলা টিটাগড় থানায় বাসের নম্বর ধরে কন্ডাক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। চিকিৎসার জন্য পুলিশ আক্রান্ত মহিলাকে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে নিয়ে যায়।
আক্রান্ত মহিলা বলেন, 'অন্যান্য দিন প্রয়োজনমতো খুচরো টাকা আমার কাছে থাকে। কিন্তু আজ আমার কাছে তা ছিল না। কন্ডাক্টরকে আমি সে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাকে তুই-তোকারি করে কথা বলতে থাকেন। তিনি অশ্লীল গালিগালাজও করতে থাকেন। তখন আমি প্রতিবাদ করি। চলন্ত বাসের মধ্যে তারপর কন্ডাক্টর আমাকে কিল-চড়-ঘুষি মারেন। বিচারের দাবিতে আমি টিটাগড় থানায় বাসের নম্বর ধরে কন্টাক্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার ওপর হামলার ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। হামলাকারী কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। থানায় ডেকে পাঠানো হয়েছে বাসের চালককেও।
