আজকাল ওয়েবডেস্ক: ২০ টাকার নোট। প্রকাশ্যে গড়াগড়ি খাচ্ছিল রাস্তায়। কেউ বুঝতেই পারেননি, কোথা থেকে এল, কার টাকা। অনেকেই রাস্তায় টাকা পড়ে থাকতে দেখে কুড়িয়েও নেন। কিন্তু ওই টাকা কুড়িয়ে নেওয়ার পরেই, আচমকা বিরাট সত্যি এল সামনে। 


তারকেশ্বরের ভীমপুর এলাকায় রাস্তার পাশে কুড়ি টাকার নোট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। অনেকেই সেই নোট কুড়িয়ে নেন। ওই টাকা পেয়ে অনেকেই, দোকানে তা দিয়ে জিনিস কিনতেও যান। কিন্তু বিপত্তি সেখানেই। দোকানেই ধরা পড়ে আসল সত্য।

 
২০টাকার নোট। প্রাথমিকভাবে দেখে মনে হবে, একেবারে আসল নোট। কিন্তু একটু খুঁটিয়ে, চোখের সামনে আনলেই, দকেহা যাচ্ছে নোটের গায়ে আদতে যা লেখা থাকার কথা, তা নেই। নোটের উপরে স্পষ্ট লেখা রয়েছে ফুল অফ ফান। যার বাংলা তরজমা করলে দাঁড়ায় মজা। আসল টাকার গায়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। এখানে রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামের একটি সংস্থার ছোট্ট লোগো লাগানো।


কোন উদ্দেশ্যে এই নোট রাস্তায় ছড়ানো হচ্ছে বা কারা এই নোট রাস্তায় ফেলেছে তা জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন এও এক ধরনের প্রচার। অথবা মজার ছলে মানুষকে বোকা বানানো।

তবে তারকেশ্বরের ভিমপুর এলাকার বাসিন্দারা বলছেন এই নোট কুড়িয়ে দোকান থেকে জিনিস পত্র কিনতে যাচ্ছেন অনেকে। অনেকে জাল বুঝতে পারছেন, আবার অনেকে খেয়াল না করে নিয়েও নিচ্ছেন বলে দাবি স্থানীয়দের। ফুল অফ ফান নোটে তাই বেশ মজাই পেয়েছেন ভীমপুরে মানুষজন।।।