অতীশ সেন, ডুয়ার্স: মিড-ডে-মিলের চালের লোভে চা বাগানের এক প্রাথমিক স্কুলে হানা দিল হাতি। একবার, দুইবার নয়, কয়েক মাসের ব্যবধানে পরপর তিন বার। মঙ্গলবার ভোর রাতে একটি বিরাট আকারের হাতি স্কুলের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে প্রাক এক বস্তা চাল সাবাড় করে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার চামুর্চি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত নিউ ডুয়ার্স চা বাগানের 'পলাশবাড়ি টি গার্ডেন নং-২ প্রাথমিক বিদ্যালয়ে'।
হাতি অধ্যুষিত এলাকার বিভিন্ন স্কুলে মিড ডে মিলের চাল মজুত করার জন্য বিভিন্ন কৌশল নিয়ে থাকা হয়। অনেক সময়েই আন্ডারগ্রাউন্ড চেম্বার করে সেখানে চাল রাখা হয়। তারপরও চালের গন্ধে স্কুলে হাতির হানার ঘটনা রোখা যায় না। এই স্কুলটিতে ঘরের ভেতর অন্যান্য স্কুলের মতোই রাখা হত চাল। হাতির হামলা রুখতে ছিল না বিশেষ কোনও ব্যবস্থা। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মঙ্গলবার ভোরে আবারও স্কুলে হানা দেয় একটি হাতি। সেটি বিদ্যালয়ের স্টোর রুম ভেঙে সেখানে মজুত করে রাখা মিড-ডে-মিলের চাল সবাড় করার পাশাপাশি স্টোর রুমে রাখা ফার্নিচার ও মিড ডে মিল রান্নার বাসনও ভেঙে নষ্ট করে। এরই সাথে হাতিটি স্কুলের একটি ক্লাসরুম ও সীমানা প্রাচীরও ভেঙে গুঁড়িয়ে দেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ ইসলাম আনসারি জানান - হাতির হামলার বিষয়টি তিনি ধূপগুড়ি সার্কেল ইন্সপেক্টর ও বানারহাট বিডিও'কে জানিয়েছেন। পাশাপাশি বনদপ্তরেও লিখতভাবে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে। লাগাতার হাতির হামলায় স্কুলের বিভিন্ন ক্লাসের দেওয়াল ভেঙে এমন অবস্থা হয়েছে যে, তা মেরামতি না করলে ক্লাস চালানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান।
