মিল্টন সেন,হুগলি : ধানের জমিতে হটাৎই খুলে পড়ে হাই টেনশনের তার। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় সিঙ্গুরের বাসুবাটি এলাকায়। হাই টেনশন ইলেকট্রিক টাওয়ার থেকে তার খুলে পড়ে গ্রামের রাস্তা এবং ধান ক্ষেতের উপর। ভয়ে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই একটা তীব্র আওয়াজ হয়।তারপরেই হাই টেনশনের একটি বড় টাওয়ার থেকে একটা তার নিচে খুলে পড়ে ধান ক্ষেত ও গ্ৰামের রাস্তার ওপর। জমিতে ধান পেকে রয়েছে। ধান ক্ষেতের কিছুটা অংশে আগুন লেগে যায়। যদিও সেই সময় বৃষ্টির এসে যাওয়ায় সেই আগুন তাড়াতাড়ি নিভে যায়। গ্রামের ওই রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা। রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে জানানো হয়েছে ছিঁড়ে পড়া তারটি ডিভিসির। হেডকোয়াটারের কন্ট্রোল রুম মারফত ডিভিসিকে খবর দেওয়া হয়েছে।