মিল্টন সেন,হুগলি : বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচিয়ে শেষরক্ষা হলোনা। মৃত্যু হল ছেলের। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ পান্ডুয়ার খন্যান। রবিবার বিকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত খন্যান দক্ষিণপাড়া এলাকায়।
মৃত কিশোরের নম অরিত্র ঘোষ(১৩), স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাজ করার সময় অসাবধানতা বশত হটাতই বাড়ির মিটার বক্সে বিদ্যুৎস্পৃষ্ট হন কিশোরের মা। এটা নজরে পড়ামাত্রই বাঁচানোর জন্য ছুটে আসে অরিত্র ।
মাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বাঁচালেও শেষ রক্ষা হল না । সে আবার ভুলবশত পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তার ধরে ফেলে। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় অরিত্র। বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।
প্রতিবেশী সুকুর আলি সরকার বলেছেন, কাজ করতে করতে কিশোরের মা মিটার বক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলে এটা দেখে তাকে বাঁচাতে গিয়ে বিপত্তি হয়। মাকে বাঁচিয়ে দিলেও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
কয়েক সেকেন্ডের মধ্যে সে পড়ে যায়। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। পরে তাকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
