মিল্টন সেন, হুগলি: বৃহস্পতিবার সাতসকালে রিষড়ার একাধিক জায়গায় ইডির হানা। একাধিক ফ্ল্যাটে হাজির ইডির আধিকারিকরা। চলছে ম্যারাথন তল্লাশি। বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও কী উদ্দেশে এই তল্লাশি অভিযান, তা এখনও জানা যায়নি। 

আজ সকালে রিষড়ার এনএস রোডের একটি আবাসনে ইডি হানা দেয়। বিদ্যা অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল পৌঁছয়। দু'টি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ছয় জওয়ানকে নিয়ে হানা দেন ওই আবাসনে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের চারতলায় একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযানে ঢোকেন আধিকারিকরা।ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির নামে রয়েছে। 

এর পাশাপাশি রিষড়ায় বাঙ্গুরপার্ক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি হানা দেয়। দুটো গাড়ি করে পৌঁছন ইডির চারজন আধিকারিক। ছ'জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে বাঙ্গুর পার্ক এলাকায় রণবিজয় সিং নামে এক ব্যবসায়ী বাড়িতে হানা দেন তাঁরা। সকাল থেকে প্রায় তিন ঘণ্টা কেটে গিয়েছে। একই যোগে দু'জায়গায় চলছে তল্লাশি অভিযান।