আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসড়কে দাঁড়িয়ে ছিল পাট বোঝাই গাড়ি, আচমকা জ্বলে উঠল দাউদাউ করে। কী করে ঘটল এই ঘটনা? স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই একটি পাট বোঝাই লরি বৈদ্যবাটি ডানকুনিগামী রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই শনিবার সকাল গড়িয়ে বেলা বাড়তেই লরি থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। দাউদাউ করে জ্বলে ওঠে পাটবোঝাই গাড়ি।
স্বাভাবিক ভাবেই অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক হড়ায় ব্যাপকহারে। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
স্থানীয় এক বাসিন্দা শ্যাম রাহা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘সকাল থেকে পাট বোঝাই লরি এখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎই দেখলাম আগুন।‘দমকল পুলিশ প্রশাসন এসেছে। আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গিয়েছে। তবে আচমকা পাট বোঝাই গাড়িতে কী করে আগুন লাগল মাঝরাস্তায়? তা জানা যায়নি এখনও।
