আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। সতর্কতা হিসেবে দু'দিন রাজ্যের বেশ কিছু জেলায় জলপথ পরিবহন বা ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে এই জেলার জেলা শাসকদের জানানো হয়েছে তারা যেন তাদের জেলায় ২৪ এবং ২৫ অক্টোবর সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখেন। পাশাপাশি, সুন্দরবনের সাগর থেকে ৬৫ জন অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

 

 

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এ বিষয়ে বলেন, 'সাইক্লোন ডানার প্রভাব যেখানে যেখানে পড়তে পারে সেই জেলাগুলির জেলা শাসকদের আমরা নির্দেশ পাঠিয়েছি ২৪ ও ২৫ অক্টোবর সমস্ত রকম ফেরি সার্ভিস বন্ধ রাখতে। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পরিবহন দপ্তর কলকাতায় একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম এবং ওই জেলাগুলির প্রত্যেকটিতে আলাদা আলাদা করে কন্ট্রোল রুম চালু করেছে। রাজ্য সরকার সবরকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।'

 

 

সতর্কতা হিসেবে বুধবার বিকেল থেকেই সুন্দরবন অঞ্চলে সবরকম ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন, জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে কিছুটা হাওয়ার প্রবাহ। যদিও উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, 'আমাদের জেলায় উপকূলবর্তী অঞ্চলে যে ঘাটগুলি রয়েছে সেখানে ফেরি পরিষেবা আমরা বুধবার পর্যন্ত চালু রেখেছি। কারণ, ওই অঞ্চলের বাসিন্দাদের একটি বড় অংশ ফেরি পরিষেবার ওপর নির্ভরশীল। বৃহস্পতি ও শুক্রবার রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত রকম ফেরি সার্ভিস বন্ধ রাখা হবে। পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। যেখান থেকে আমরা পরিস্থিতির উপর নজর রাখব।'

 

 

সতর্কতা হিসেবে পূর্ব মেদিনীপুরের দিঘা ও মন্দারমনি থেকে পর্যটকদের সরিয়ে দিলেও ফেরি পরিষেবা বুধবার বিকেল পর্যন্ত বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, 'এই জেলার বহু লোক জলপথে যাতায়াত করেন। পরিবেশ যেহেতু এখনও প্রতিকূল হয়নি তাই আমরা এখনও ফেরি পরিষেবা বন্ধ করিনি। পরিস্থিতি যখনই অন্যরকম হতে শুরু হবে আমরা সঙ্গে সঙ্গে জলপথ পরিবহন বন্ধ করে দেব। যদিও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ এবং ২৫ অক্টোবর সারাদিন ফেরি পরিষেবা বন্ধ রাখা হবে।' হাওড়া জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে তারা বুধবার ফেরি পরিষেবা চালু রেখেছেন।