আজকাল ওয়েবডেস্ক: এবার সাইবার অপরাধের শিকার আসানসোল পুরনিগম। নিগমের অ্যাকাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা। ঘটনায় তোলপাড় পুরনিগম ও পুলিশ মহল। বিষয়টি নজরে আসার পর নিগমের তরফে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে। যদিও উধাও হওয়া ৪০ লক্ষ টাকার মধ্যে ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দকুমার আনন্দ বলেন, তদন্ত শুরু হয়েছে।
ভারত-সহ গোটা বিশ্বের কাছেই এইমুহুর্তে সাইবার অপরাধ ঠেকানোটা একটি বড়সড় চ্যালেঞ্জ। প্রতারক বা অপরাধীরা রীতিমতো ছক কষে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। পুলিশ বা অন্যান্য নিরাপত্তা সংস্থার থেকে এবিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার নানা পদক্ষেপ নিলেও অপরাধ আটকানো যাচ্ছে না।
আসানসোলের ঘটনায় জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর এই ঘটনা ঘটেছে। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে নিগমের অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট থেকেই ফাইন্যান্স-এর ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সাইবার অপরাধের মাধ্যমে অপরাধীরা টাকা নিয়ে গিয়েছে জব্বলপুরে। পুলিশ গোটা বিষয়টি দেখছে।
