আজকাল ওয়েবডেস্ক: মহিলা সুরক্ষায় এবার তৎপর কোচবিহার জেলা পুলিশ। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার কোচবিহারের পুলিশ লাইনের তরফে দুটি সর্ব মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ। জানা গিয়েছে, দুটি ভ্যানের মধ্যে একটি থাকবে কোচবিহার শহরে এবং অন্যটি থাকবে দিনহাটা এলাকায়। রাস্তায় কোন সমস্যায় পড়লে মহিলারা যাতে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য, অ্যাডিশনাল এস পি কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কোচবিহার জেলা পুলিশ সুপার জানান ‘এই মহিলা টহল ভ্যান দুটি যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকবে সেখানে তো থাকবেই পাশাপাশি, স্কুল, কলেজেও কড়া নজরদারি চালানো হবে। গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষায় তৎপর হয়েছে প্রশাসন।
শুধু হাসপাতাল নয়, স্কুল, কলেজ থেকে শুরু করে রাস্তাঘাটেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বাড়ানো হয়েছে মহিলা পুলিশের সংখ্যা। একাধিক জায়গায় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। রাতের দিকে অনভিপ্রেত ঘটনা এড়াতে রাস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। শহর কলকাতার পাশাপাশি জেলা এবং মফস্বল এলাকাগুলিতেও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এবার কোচবিহারেও দেখা গেল একই দৃশ্য। চালু হল মহিলা টহল ভ্যান।
