আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিধানসভা উপনির্বাচনে দুটি আসনে প্রার্থী দিল কংগ্রেস। মঙ্গলবার দিল্লি থেকে উপনির্বাচনের মোট তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে রায়গঞ্জ থেকে লড়বেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। বাগদা থেকে লড়বেন অশোক হালদার। এর আগে রাজ্যে তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল বাম। একটি আসন রাখা হয়েছিল কংগ্রেসের জন্য। তার মধ্যে বাগদায় লড়ছে ফরওয়ার্ড ব্লক।
আর মঙ্গলবার বাগদায় প্রার্থী দিয়ে বাম শরিকের বিরুদ্ধে লড়াই জারি করে দিল কংগ্রেস। এরপরই রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়ে রাজ্যে নতুন করে শুরু জল্পনা। রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় জানিয়েছেন, 'প্রার্থী ঠিক করা নিয়ে এআইসিসি'র সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁরা আমাদের যে প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছেন সেই তালিকাই আমরা আপনাদের জানিয়েছি।' উল্লেখ্য, বাংলায় দুটি আসন ছাড়াও এদিন হিমাচলের দেহরা আসনেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখান থেকে লড়বেন কমলেশ ঠাকুর।
আর মঙ্গলবার বাগদায় প্রার্থী দিয়ে বাম শরিকের বিরুদ্ধে লড়াই জারি করে দিল কংগ্রেস। এরপরই রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়ে রাজ্যে নতুন করে শুরু জল্পনা। রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় জানিয়েছেন, 'প্রার্থী ঠিক করা নিয়ে এআইসিসি'র সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁরা আমাদের যে প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছেন সেই তালিকাই আমরা আপনাদের জানিয়েছি।' উল্লেখ্য, বাংলায় দুটি আসন ছাড়াও এদিন হিমাচলের দেহরা আসনেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখান থেকে লড়বেন কমলেশ ঠাকুর।
