আজকাল ওয়েবডেস্ক: কয়লাখনিতে মৃত শ্রমিকদের পরিবার পিছু একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এবিষয়ে জেলা প্রশাসনকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া ছাড়াও  মৃতদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 

প্রসঙ্গত, খয়রাশোল ব্লকের GPML বা গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সোমবার সকালে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান সাতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। যদিও এখনও পর্যন্ত ছয়জনের দেহ উদ্ধার হয়েছে।

 তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়লার চাঁই ভেঙে উত্তোলনের জন্য ডিটোনেটর ও জিলেটিন স্টিক দিয়ে বিষ্ফোরণ ঘটানো হয়। অসাবধানতাবশত বিষ্ফোরক মজুত করা ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃত শ্রমিকদের সকলের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। সকলের দেহই ছিন্নভিন্ন অবস্থায় পড়ে ছিল। যদিও এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা।