আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। বাড়ির সেফটি ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। মৃতের নাম, সন্দীপ মজুমদার। ১২ বছর বয়সি পড়ুয়া ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলী পাড়া এলাকায়। বাড়ির সেফটি ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত্যু হয় ওই স্কুল পড়ুয়ার। গতকাল সন্ধ্যা ৬ টা নাগাদ তার জেঠু বাবলু মজুমদারের বাড়ির ছিপ রাখতে সেফটি ট্যাঙ্ক ভেঙে নিচে পড়ে যায় সে। তারপর থেকে ওই কিশোরের খোঁজ পাচ্ছিল না পরিবার। রাত ৯ টার সময় সেফটি ট্যাঙ্কের মধ্যে কিশোরকে পড়ে থাকতে দেখে তাকে তুলে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পরিবারের পক্ষ থেকে সরকারি সেফটি ট্যাঙ্কে নিম্ন মানের কাজ করার জন্যেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। যদিও স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক সমীর কুমার মজুমদার জানান, 'পঞ্চায়েতের তরফ থেকে প্রচুর সেফটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। কাজ করার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দেখে নেওয়ার কর্তব্য থাকে। সেটা কী হয়েছিল সেটা আমার জানা নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা পরিবারের পাশে ছিলাম, আছি, থাকব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।'
