আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগণার কুলপিতে শুরু হয়ে গেল ৪দিন ব্যাপী আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত চারুকলা পর্ষদের আয়োজনে ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা পর্ষদের নির্বাহী আধিকারিক ও সদস্য সচিব সৌমেন খামরুই, চারুকলা পর্ষদের উপদেষ্টা মন্ডলের সদস্য চয়ন রায়, দীপঙ্কর দত্ত, প্রশিক্ষক রিনা মুস্তাফি, সুব্রত পাল, উমেশ জানা। ৪০জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ কর্মশালার শিবিরে অংশগ্রহণ করবেন এই বছর।
এবছরও অপেক্ষা ছিল এই শিবিরের। জানা গিয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদীয়া জেলার চিত্র ভাস্কর্য চর্চারত ১৮ বছর ও তার থেকে বড় বয়সের শিল্পীরা অংশগ্রহণ করছেন এবছর। পর্ষদের পক্ষ থেকে এই শিবির চলাকালীন প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় শিল্প উৎপাদনে সরবরাহ ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
