আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের একের পর এক মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। আর এই অভিযোগে বাদ ছিল না কল্যাণীর মেডিক্যাল কলেজ পড়ুয়াদের ক্ষেত্রেও। সেখানকার ৪১ জন ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের বিরুদ্ধে সেই সাসপেনশনে স্হগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।
 
 মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানিতে দিল্লি থেকে ভার্চুয়ালি সাসপেন্ডেড ডাক্তারদের হয়ে সওয়াল করেন বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিচারপতি ডাক্তারদের বিরুদ্ধে সাসপেনশনের ওপর স্থগিতাদেশ জারি করেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর, জানুয়ারির আট তারিখ। সাসপেনশনে স্হগিতাদেশের ফলে ওই ডাক্তারি পড়ুয়ারা এখন থেকে যেতে পারবেন মেডিক্যাল কলেজেই। রইল না কোনও বাঁধা।
 
 গত ১৭ সেপ্টেম্বর কলেজের বেশ কিছু পড়ুয়া জানান, ওই অভিযুক্ত পড়ুয়ারা কলেজে র্যাগিং চালাতেন। অভিযোগ জানানো হয়, কলেজের কর্তৃপক্ষের কাছে। তার দুদিন পরে ১৯ তারিখ থেকে অভিযুক্ত পড়ুয়াদের ক্লাস করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ। ছ’মাসের জন্য জারি হয়েছিল এই সাসপেনশন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে ওঠে মামলাটি। সেখানেই সাসপেনশনে স্হগিতাদেশের সিদ্ধান্ত জানান বিচারপতি। 
