আজকাল ওয়েবডেস্ক: প্রচুর সকেট বোমা উদ্ধার। বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর খাগরুপাড়া এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাঁশ বাগানের ভেতর থেকে ৩০টি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। বুধবার দুপুর থেকে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাজে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীরা মির্জাপুর খাগরুপাড়া এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে তিনটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন। এরপর ব্যাগগুলো নাড়াচাড়া করতেই তার মধ্যে প্রচুর সকেট বোমা দেখতে পান গ্রামবাসীরা।
বোমা উদ্ধারের ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় বেলডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। তারা বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রাখে।
স্থানীয়দের অনুমান, লোকসভা নির্বাচনের আগে কোনও দুষ্কৃতী দল বোমাগুলো মজুত করে রেখেছিল। বোমাগুলো কে বা কারা মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
