আজকাল ওয়েবডেস্ক: রহস্যমৃত্যু বৃদ্ধের। বুধবার তাঁর ঘর থেকে উদ্ধার হলো মৃতদেহ। জানা গিয়েছে, তিনি তাঁর ফ্ল্যাটে একা থাকতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তাঁর ফ্ল্যাটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে৷ ঘটনা ঘিরে সম্প্রতি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হুগলির চুঁচুড়ায়৷ পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৫ বছরের বৃদ্ধ অমল চক্রবর্তী চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মণিকোঠার একটি আবাসনে একাই থাকতেন৷ বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী৷ তাঁর স্ত্রীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, তাঁদের কোনও সন্তান ছিলোনা৷ তাই স্ত্রীর মৃত্যুর পর অমলবাবু একেবারে একা হয়ে যান৷ স্ত্রীর মারা যাওয়ার পর বৃদ্ধের আত্মীয়েরা নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন৷
রোজকার মত বুধবার সকালেও নির্দিষ্ট সময় কাগজ বিক্রেতা অমলবাবুর ফ্ল্যাটে কাগজ দিতে গিয়েছিলেন৷ সেখানে দীর্ঘ সময় ধরে কলিং বেল বাজালেও সাড়া পাননি বৃদ্ধের। এমনকী প্রতিবেশীরা একাধিকবার ডাকাডাকির পরও বৃদ্ধের সাড়া পাননি৷ এরপর সকলে খবর দেয় থানায়।
খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে৷ চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙতেই বৃদ্ধ অমলবাবুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন৷ বৃদ্ধের মৃতদেহ পাঠান হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বয়সজনিত কারণেই মৃত্যু।
