আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়ার মধ্যে তুমুল বাক বিতণ্ডা। আর এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই জেলাজুড়ে শুরু রাজনৈতিক চর্চা।
বিজেপি সাংসদের এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মাদারিহাট বিধানসভার চা বাগান এলাকার কিছু বাসিন্দাকে নিয়ে বিডিও অফিসে গিয়েছলেন।
জানা গিয়েছিল, ত্রাণ বিতরণ সংক্রান্ত কিছু বিষয়ে বিডিও অফিসে গিয়েছিলেন তিনি। অভিযোগ ওঠে, চা বাগান এলাকার শ্রমিকরা পর্যাপ্ত সরকারি সাহায্য পাননি। সে কারণে এলাকার বিডিওর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
শ্রমিকরা ত্রাণ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। সেই সময় বিডিওর সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়। মনোজ টিগ্গা একপ্রকার হুমকি দিতে শুরু করেন বিডিওকে।
রীতিমত টেবিল চাপড়ে বিডিও-কে একের পর এক প্রশ্ন করতে থাকেন। অভিযোগ করেন, বিডিও নিরপেক্ষ না থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। ত্রাণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতিতে যুক্ত রয়েছেন তিনি।
এই ঘটনায় মনোজ টিগ্গাকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। তাঁর অভিযোগ, একজন সাংসদ হয়ে একজন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কীভাবে এমন ব্যবহার করা যেতে পারে? যেভাবে বিডিওকে হুমকি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অসংবিধানিক।
