আজকাল ওয়েবডেস্ক: বরানগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাপস রায় বিধায়ক পদ ছাড়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। অন্যদিকে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ইদ্রিশ আলি প্রয়াত হওয়ায় ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে হবে উপ নির্বাচন। ৭ মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবানগোলায় উপনির্বাচন। ১ জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে হবে উপ নির্বাচন। এদিন বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকাল ডট ইনকে বলেন, দায়িত্ব বাড়ল, দায়বদ্ধতা বাড়ল। যারা দায়িত্ব দিয়েছে তাদের যেন মুখ ছোটো না হয়। মানুষের হয়ে কাজ করতে চাই। বাংলার পাশাপাশি এদিন বিজেপি গুজরাট, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক উপ নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল। গুজরাটে ৫ টি আসন, হিমাচল প্রদেশে ৬ টি আসন এবং কর্ণাটকের একটি আসনে বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করল।