মিল্টন সেন,হুগলি: পুজোর আগেই মুক্তি পেল শিল্পী পূর্বা ভট্টাচার্যর শারদীয়া রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। বৃহস্পতিবার চুঁচুড়ায় প্রেস ক্লাব অফ হুগলির সভাকক্ষে এক সাংবাদিক বৈঠক করেন শিল্পী । সাংবাদিক বৈঠকে শিল্পী জানিয়েছেন, ভাবনা রেকর্ডস এন্ড ক্যাসেটস এর পক্ষ থেকে মহালয়ায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে 'অনন্ত আনন্দধারা' গানের অ্যালবাম। প্রেম-পূজা-প্রকৃতি পর্যায়ের মোট দশটি রবীন্দ্র সঙ্গীতের সম্ভার রয়েছে এই অ্যালবামে। ইউটিউব ছাড়াও সব ধরনের মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে পাওয়া যাবে এই গান।


এর আগে ২০২২ সালে 'ঝরিছে শ্রাবণ ধারা' অ্যালবাম প্রকাশিত হয়েছিল শিল্পী পূর্বা ভট্টাচাৰ্যের। তাতেও দশটি গান ছিল বর্ষার ঋতুর উপর। চুঁচুড়া হুগলি স্টেশন রোড নন্দন কাননের বাসিন্দা পূর্বা ভট্টাচার্য খুব ছোটো থেকেই গান শেখেন। রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয় থেকে গান নিয়ে মাস্টার্স করেন। রবীন্দ্র ভারতীর বিভাগিয় প্রধান রবীন্দ্র সঙ্গীতের শিক্ষা গুরু অগ্নিভ ব্যানার্জির কাছে গানের তালিম নেন শিল্পী। বাড়িতেই পরশমনি গানের স্কুলে ছোটোদের গান শেখান পূর্ব দেবী। শিল্পী আরও বলেছেন, বর্তমান সময়ে একটা অস্থিরতা চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখলে বা শুনলে মানসিক শান্তি মেলে। শুধু আনন্দ নয় মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীতের খুবই প্রয়োজন।