আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক ধরে মদ্যপান, জুয়া খেলার জন্য মায়ের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা চাইছিল ছেলে। সেই টাকা না দেওয়ায় বুধবার রাতে বাবাকে পিঠমোড়া করে বেঁধে, বাবার সামনেই ধারাল অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। ধৃতের নাম, রাজু সানা।

 

 মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া পুরসভার দুই নম্বর ওয়ার্ডের আধারমনি প্রফুল্ল নগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ছেলে রাজু সানা, গত কয়েকদিন ধরে তার মা আলপনা সানার কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল। তার মা সেই টাকা না দেওয়ায় মাঝেমধ্যেই মা ছেলের মধ্যে গন্ডগোল ঝামেলা হত। 

 

বুধবার রাতে সেই গন্ডগোল, ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে যায়। তখন রাজু সানা তার বাবা রঞ্জন সানা'কে দড়ি দিয়ে পিঠমোড়া করে বাঁধে, তারপর বাবার সামনেই ধারাল অস্ত্র দিয়ে তার মাকে এলোপাথাড়ি ভাবে কোপায়। মাথায়, পিঠে, হাতে-পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক কোপ মারে ছেলে‌। বাড়ির সামনেই চিৎকার করতে করতে লুটিয়ে পড়েন বছর ৫৮-র আলপনা সানা। 

 

প্রতিবেশীরা ছুটে আসায় সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে যায় রাজু। পলাতক এই রাজু ২০২১ সালে বাদুড়িয়ার একটি খুনের আসামিও। বেশ কয়েক মাস ধরে জেল খাটার পর গত চার মাস আগে জামিনে মুক্তি পায়। তার নানা কুকীর্তির জন্য তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায় বলেও জানা গেছে স্থানীয় সূত্রে। 

 

বুধবার রাতে এই ঘটনার পর রাজুর বাবা অর্থাৎ আলপনা সানার স্বামী রঞ্জন সানা ছেলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর, ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি পলাতক রাজুর খোঁজে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।