কৌশিক রায়

 

বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টে নজিরবিহীন ঘটনা। জয়নগরের কুলতলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পরে পকসো আইনে এটাই প্রথম ফাঁসির সাজা ঘোষণা হল গোটা দেশের মধ্যে। এমনটাই জানাচ্ছেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। তিনি বলেন, ‘যতটুকু জানি, ন্যায় সংহিতা চালু হওয়ার পর দেশে এটাই প্রথম পকসো আইনে ফাঁসির সাজা। পুলিশ ২১ দিনের মাথায় চার্জশিট জমা দেয়। 

 

 

এই মামলায় ৩৬ জন সাক্ষী ছিল। বিচারপর্বের শেষে ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত করে আদালত। ঠিক তার পরের দিন ৬ ডিসেম্বর, শুক্রবার দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হল। এই রায় গোটা দেশে শিশু সুরক্ষার ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে’। উল্লেখ্য, জয়নগরের ঘটনায় বৃহস্পতিবারেই অভিযুক্ত মুস্তাকিন সর্দারে দোষী সাব্যস্ত করে আদালত। জানানো হয়, শুক্রবার সাজা ঘোষণা করা হবে। বৃহস্পতিবারেই দোষীর ফাঁসির সাজা হোক এমন আবেদন করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণার পর নতুন নজির তৈরি হল বারুইপুর আদালতে।

 

 

 

?ref_src=twsrc%5Etfw">December 6, 2024

 

 

এই রায়ের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য, রাজ্যে মহিলাদের সুরক্ষা বাড়াতে এবং এই ধরনের ঘটনায় রাশ টানতে অপরাজিতা বিল আনার প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। তবে রাজ্যপাল সই না করায় তা এখনও আইনে পরিণত হয়নি। তার মধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি রাজ্য পুলিশ এবং বিচারব্যবস্থার সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাই। মহিলাদের ওপর যেকোনো অত্যাচারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। ঘটনার দু’মাসের মধ্যে সাজা ঘোষণা রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব’।