আজকাল ওয়েবডেস্ক: স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় ডানা। চলছে ল্যান্ডফল প্রক্রিয়া। হাওয়া অফিস জানিয়েছে, আরও একঘণ্টা চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ডানা এখন ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে এগোচ্ছে। এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কোথাও কোথাও সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। আইএমডি জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে ডানা পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় তখন ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগোবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় ডানার ল্যান্ডফল প্রক্রিয়া। যা চলবে শুক্রবার সকাল অবধি। যার প্রভাবে শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও একাধিক জেলায় থাকছে ভারী বৃষ্টির সতর্কতা।
