অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এশিয়ান হাইওয়েতে চাঁদার জুলুম। ছাড় পেলেন না জেলার অতিরিক্ত পুলিশ সুপারও। ঢিল লেগে ফাঁটল তাঁর মাথা। মার খেলেন তাঁর নিরাপত্তারক্ষী। মঙ্গলবার রাত প্রায় ১২টা নাগাদ ধূপগুড়ি ফিরছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া। সেই সময় আংরাভাষা সংলগ্ন ধীরেন দোকান এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে আটকে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা চাঁদা তুলছিল। যার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি। অতিরিক্ত পুলিশ সুপারের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে কি কারণে যানজট তা দেখতে গেলে স্থানীয় যুবকেরা তাঁর উপর চড়াও হয়। নিরাপত্তারক্ষীকে মারধর করা হচ্ছে দেখে অতিরিক্ত পুলিশ সুপার গাড়ি থেকে নেমে তাঁদের আটকাতে যেতেই তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঢিল লেগে তাঁর মাথার পেছনে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসা করাতে যান। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।
