আজকাল ওয়েবডেস্ক: উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা নেই। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে এমনটাই জানিয়ে দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে দেশের শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হচ্ছে না। ফলে, উচ্চ প্রাথমিকে যে শূন্যপদে নিয়োগ নিয়ে এতদিন ধরে জটিলতা চলছিল তা আর রইল না।
এবার কাউন্সেলিং শুরু করতে পারবে কমিশন। উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের নিয়োগে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়।
জানানো হয়, নতুন মেধাতালিকার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে। হাইকোর্টের রায় অনুসারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন এক প্রার্থী।
ফলে, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ পড়ে যায় এবং সাময়িক ভাবে বন্ধ রাখা হয় নিয়োগ প্রক্রিয়া। এদিন সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের রায়ের পর এবার ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্য। এই রায়ে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যেও।
