গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় অভিনেতা ঋজু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে 'বাই দ্যা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি' অর্থাৎ 'আপনাকে শাড়িতে সুন্দর দেখায়।' একাধিক মহিলার সমাজমাধ্যমের 'ইনবক্স'-এ এমন মেসেজ করেছেন অভিনেতা ঋজু বিশ্বাস। টলি পাড়ার বহু অভিনেত্রী বিভিন্ন অভিযোগ আনেন তাঁর নামে।
যদিও এর আগে তিনি আজকাল ডট ইন-কে বলেছিলেন, "আমি মানছি যে সকলকে মেসেজ করেছি কিন্তু কাউকে অশালীন মন্তব্য করিনি।" যদিও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন একাধিক মহিলা। তিনি এও বলেছিলেন, "যদি আমি কাউকে খারাপ কমেন্ট করে থাকি তার প্রমাণ দেখাক এবং এগিয়ে অভিযোগ করুক।"
এদিকে, গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে তাঁকে নানা ভাবে কটাক্ষ করার পর অবশেষে লাইভে এসে সকলের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা ঋজু বিশ্বাস। লাইভে এসে অভিনেতা বলেছেন, "আমি একটা বিশেষ কারণে লাইভে এলাম, গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে নানা কথা হচ্ছে সমাজমাধ্যম জুড়ে। শুধু আমাকে নিয়ে নয় আমার মাকে নিয়েও নানা কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আমার মা অসুস্থ তাঁকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ছেন না অনেকেই। এরপর আমার মা নিজে বলেন যে হয়তো আমার কথায় অনেকে আঘাত পেয়েছেন তাই সকলের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে তাই এই লাইভটি করলাম। আমি আবারও বলছি আমি কাউকে আঘাত করতে চাইনি, আমি সেই ভাবে কাউকে খুব মন্তব্য করিনি। তবুও যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভাল থাকবেন।"
উল্লেখ্য, বৃষ্টি মন্ডল নামে এক উঠতি মডেল প্রথমবার ঋজুর বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি তাঁকে নানা অশালীন মন্তব্য করেছেন। যদিও এই পোস্ট করার পরের দিনই সেই পোস্ট মুছে দেন। তবে এই পোস্টকে কেন্দ্র করে ঋজুকে নিয়ে বহু মানুষ তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সমাজমাধ্যমে।
ঋজু একসময় বহু মহিলাকে মেসেজ করতেন এবং এই একই কথা বলতেন যে 'বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি'। এরপর এই কথাকে কেন্দ্র করে ট্রোল ও মিমে ভরে যায় সমাজমাধ্যম। অনেকেই এই ঘটনার বিরুদ্ধে কথা বলেন, ঋজু যদি সত্যি অশালীন মন্তব্য করে থাকেন তাহলে সেটা সামনে আনুক বা পুলিশে অভিযোগ জানানো হোক। অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন।
এমনকী ঋজু নিজেও সব প্রমাণ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। সমাজমাধ্যমে এইভাবে যা করা উচিত নয় বলেই মনে করেন অনেকে। কারণ এই ঘটনার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ছে তাঁর পরিবারের সম্মানও। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকী এও জানান যে, সমাজমাধ্যমে এই নোংরামি বন্ধ হলে তিনি আবার ফিরবেন, ততদিন বিরতি নিচ্ছেন। দোষীকে নিয়ে সরাসরি কথা বলা উচিত, এইভাবে মজা করার ফলে তাঁর পরিবারের উপর দিয়ে কী যায় সেটা কেউ ভাবেন না।
যদিও এই কয়েকদিন সমাজমাধ্যমে মুখ খোলেননি ঋজু। অবশেষে সোমবার নিজের পেজ থেকে লাইভে এসেই সকলের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা ঋজু বিশ্বাস। বহুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তিনি, পারিবারিক কারণ বিশেষ করে মা ও ভাইয়ের অসুস্থতার কারণে কলকাতায় ছিলেন না তিনি। তাই অর্থনৈতিক অভাব রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। এতদিন বাদে কলকাতায় ফিরে আবার নতুন কাজ শুরু করার ভাবনা-চিন্তা করেছিলেন ঋজু, তবে এই ঘটনার পর তাঁর কাজের ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা তা নিয়ে চিন্তায় ঋজু বিশ্বাস।
অনেকের মতে, এত মহিলাকে একই মেসেজ করে যাওয়া আসলে কি কোনও মানসিক রোগের লক্ষণ? যা হয়ত ঋজু নিজে বুঝতে পারছেন না। একসময় 'বউ কথা কও', 'তোমায় আমায় মিলে'র মত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন ঋজু। এরপর আর সেভাবে মুখ্য চরিত্রে দেখা যায়নি অভিনেতাকে। এমনকী মাঝেমধ্যেই অনেক মাসের বিরতিতে কেটেছে অভিনেতার। সেই কারণেই কি মানসিক সমস্যা তৈরি হয়েছে অভিনেতার? যা নিয়ে সরাসরি মুখ খোলেননি ঋজু।
