আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তলব করল ইডি। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, আগামিকাল ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক।
উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি ছিল বলে তিনি হাজিরা দেননি। এরপর ৯ অক্টোবর সমন করা হয়। সেবারও হাজিরা দেননি। ১০ অক্টোবর আদালতের নির্দেশে গভীর রাতে সম্পত্তির খতিয়ান ইডিকে পাঠান অভিষেক। এবার পুজো মিটতেই আবারও তাঁকে তলব করল এই মামলায়।
উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি ছিল বলে তিনি হাজিরা দেননি। এরপর ৯ অক্টোবর সমন করা হয়। সেবারও হাজিরা দেননি। ১০ অক্টোবর আদালতের নির্দেশে গভীর রাতে সম্পত্তির খতিয়ান ইডিকে পাঠান অভিষেক। এবার পুজো মিটতেই আবারও তাঁকে তলব করল এই মামলায়।
