৯৯টি বাড়ি, ১০০ একরের ফার্ম! বলিউডে গান গেয়েই ধনকুবের হিট গায়ক, তিনি কে জানেন
নিজস্ব সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২৫ ১১ : ২৩
শেয়ার করুন
1
6
মিকা সিং। বলিউডের ‘ব্যাড বয়’ তকমা বহু বছর আগেই জুড়ে গিয়েছে তাঁর নামের পাশে। অসংখ্য হিট গান তাঁর ঝুলিতে। সাফল্যে যেমন পেয়েছেন, তেমনই পেয়েছেন যশ-খ্যাতি। গায়কের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন।
2
6
গায়ক-সুরকার মিকা জানিয়েছিলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তিনি তাঁর ৯৯তম বাড়িটি করতে পেরেছেন। এক সাক্ষাৎকারে মিকা জানান, বাড়িটির ইন্টিরিয়র ডিজাইন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।
3
6
মিকার কথায়, গৌরী কাজটি করার শর্ত হিসাবে বলেছিলেন, গায়ক যেন তাঁর কোনও সিদ্ধান্ত বা পছন্দ নিয়ে প্রশ্ন না তোলেন।
4
6
আরেক সাক্ষাৎকারে মিকা বলেন, “আমি ৯৯টি বাড়ি বানিয়েছি। কিছু ছোট, কিছু বড়, কিছু দামি আর কিছু গ্রামে। বিষয়টা বাড়ি কেমন, সেটা নয়। বিষয়টা হল আপনার সম্পত্তি কত। অনেক মানুষ আমাকে ভালবাসে। কিন্তু অনেকেই সমালোচনা করে বলে আমি নাকি পাগল। কারণ আমি অবিবাহিত। তারা ভাবে, এত সম্পত্তির দেখাশোনা কে করবে! লোকজন এসব কথা বলতেই থাকে।”
5
6
মিকা মনে করেন, বিলাসবহুল জিনিসে অর্থ খরচ করার চেয়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ করাই বেশি বুদ্ধিমানের কাজ। ১০০ একরের একটি ফার্মের মালিক তিনি।
6
6
এখানেই শেষ নয়। গায়কের নিজস্ব সাতটি বোট, ১০টি ঘোড়া আছে বলেও জানা যায়। মাটির সঙ্গে মিশে থাকলেও রাজকীয় ভাবে নিজের জীবন সাজিয়েছেন তিনি।