আজকাল ওয়েবেডেস্ক: ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকান স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের অসহায় দেখিয়েছে।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও হারের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়াল কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা এলেন আর গেলেন।
Sack Gautam Gambhir for filling IPL merchants like Sai Sudharshan & Dhruv Jurel in this team. They deserve every loss for ignoring the hardwork of Ranji Players.
— 𝐻𝟣𝟩 (@rishabhhive)Tweet by @rishabhhive
আইপিএলের সওদাগড় সাই সুদর্শন ও ধ্রুব জুড়েলকে দলে নেওয়ার জন্য গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হোক। রঞ্জি প্লেয়ারদের কঠিন পরিশ্রমকে অগ্রাহ্য করার জন্য ওরা সব ম্যাচ হারুক।
Remove coach Gautam Gambhir and see how this team starts winning home tests again. Gambhir is the real culprit. Sack him @BCCI between the test match if you have any shame left.
— Kusha Sharma (@Kushacritic)Tweet by @Kushacritic
আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, দীর্ঘদিন টুইট করিনি। তবে অত্যন্ত নির্বোধের মতো কাজ। গম্ভীরকে বরখাস্ত করা হোক।
আরেক সমর্থক বলেছেন, গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হোক। ভারতীয় টেস্ট দলকে কোচিং করানোর যোগ্যতাই নেই।
Sack Gautam Gambhir .
— Sumit (@sumitsaurabh)
He is not fit to be the coach of Indian test team .Tweet by @sumitsaurabh
