আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাসভর সভা করছেন জেলায় জেলায়। ভোটমুখী রাজ্যে জনসংযোগ, সাড়া জাগানো বক্তব্য। অভিষেকের সভায় ভিড়ের বহর কতটা, সভা শেষে ছবি প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। এবার মাঠে ময়দানে টানা সভার মাঝেই, ভার্চুয়াল বৈঠক করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
সূত্রের খবর, ২২ জানুয়ারি, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। উপস্থিত থাকবেন তৃণমূলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্র-সহ লক্ষাধিক নেতা-কর্মী। সূত্রের খবর এসআইআর আবহে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বৈঠক করবেন তিনি।
যদিও, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আজ অর্থাৎ সোমবার বিরাট নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
সোমবার নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পরেই বারাসাতের সভা থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির।
এদিন বারাসাতের সভা থেকে অভিষেক দাবি করেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ ছিল, এসআইআরের নামে সাধারণ মানুষকে লাগাতার হয়রানি করা হচ্ছিল।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হছিল। অভিষেক জানান, গত ৩১ ডিসেম্বর দশজনের প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
সেই বৈঠকে ভোটার তালিকায় থাকা তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র একটি তালিকা প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বলেন, 'আমি আজ অত্যন্ত খুশি। উত্তর ২৪ পরগনার মাটি আমার জন্য সৌভাগ্যের।'
সভামঞ্চ থেকে তিনি হুঙ্কার দেন, 'আজ কোর্টে হারালাম। এপ্রিলে ভোটে হারাব। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা গুজরাট নয়। এই বাংলা স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে। আমরা বাইরের কারও কাছে মাথা নত করি না। বাংলার মানুষ দাসত্ব করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না।'
তাঁর দাবি, 'এসআইআর নিয়ে বিজেপির খেলা শেষ। যেসব এক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো রক্ষা পেয়েছে। এই জয় বাংলার মানুষের জয়।' তিনি আরও বলেন, 'ভোটাধিকার হুমকির মুখে পড়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই চেষ্টাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে।'
এর আগে, রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার সরব হয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এর আগে, ১৩ তারিখে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
