আজকাল ওয়েবডেস্ক: শুরু হল ‘‌আজকাল প্রোপার্টি ফেয়ার’‌। মেলার উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ মানিক দে,  কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(‌ক্রেডাই)-য়ের রাজেশ প্রসাদ, উত্তরবঙ্গ শাখার সভাপতি দীপক আগরওয়াল, অ্যাসোসিয়েশন অফ রিয়েল এস্টেট অ্যাডভাইসরস শিলিগুড়ি (‌এরিয়াস)-এর সভাপতি ঋষি মিত্রুকা,  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উত্তরবঙ্গ রিজিওনাল ম্যানেজার অরিজিৎ ঘোষরায় সহ একাধিক ডেভেলপার সংস্থার কর্ণধার। মেলায় সামিল ৪০টি আবাসন নির্মাণ সংস্থা। আজকালের এই প্রপার্টি ফেয়ার চলবে রবিবারও।

 

যারা পছন্দের বাড়ি খুঁজছেন,  তাঁদের আর হন্যে হয়ে ঘুরতে হবে না। সেবক রোডের ‘‌উত্তরবঙ্গ মাড়োয়ারি প্যালেস’‌-‌এ আয়োজিত মেলায় এলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান। মেয়র গৌতম দেব বলেন, আবাসন শিল্প অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা নিয়েছে এই এলাকায়। আমাদের কাজ পরিকাঠামো উন্নয়ন করা। সেটা আমরা করছি। কিছু বাধা রয়েছে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝি নাগাদ সেসব বাধা অতিক্রম করতে পারব। এরপর নিঃসন্দেহে বিনিয়োগ বাড়বে।" এদিকে মেলা শুরুরদিনেই বেশ সাড়া পড়েছে । বিভিন্ন স্টলে ভিড় জমিয়েছেন বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহী বহু মানুষ।