মিল্টন সেন,হুগলি,২৯ নভেম্বর: জাতীয় সড়কে যন্ত্রচালিত ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে চার আরোহীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পার মুখোমুখি চলে আসায় সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় জীবনদীপ বাউল দাস(২৬), মঙ্গলদীপ বাউল দাস(৩২),বিশ্বজিৎ রায়(৩৫) এবং দিবাকর সিং(২২) এর। মৃত প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার অন্তর্গত সিয়াপুর গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী কিশোর বাউল দাস জানিয়েছেন, চারজনে মোটরভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ডাম্পারের মুখোমুখি হয়ে যায়। ডাম্পারটি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক ডাম্পারটিকে ধরার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।।
