নতুন বছর মানেই বাড়িতে নতুন ক্যালেন্ডারের আগমন। বিভিন্ন দোকান, এমনকী সংস্থার তরফেও ক্যালেন্ডার দেওয়া হয়। যদিও আজকাল অধিকাংশ বাড়িতেই আর আগের মতো দেওয়ালে ক্যালেন্ডার ঝোলানো হয় না। সেই রীতি প্রায় উঠেই গিয়েছে। কেউ কেউ আবার টেবিল ক্যালেন্ডার পছন্দ করেন। দেওয়ালে ঝোলানো হোক বা টেবিলে রাখার, বাড়ির যেদিকে ইচ্ছে সেদিক বা কোণে ক্যালেন্ডার টাঙানো বা রাখা উচিত নয়। জেনে নিন বাস্তু শাস্ত্র মতে, কোন দিকে রাখা উচিত দিনপঞ্জি। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
অনেকেই ভাবেন সাধারণ ক্যালেন্ডার তো, এটা আবার নির্দিষ্ট দিক মেনে রাখার কী আছে। কোনও একদিকে রাখলেই হয়। না, হয় না। এই করতে গিয়েই অনেকে ভুল করে বসেন। বাস্তু শাস্ত্রে ক্যালেন্ডার রাখার নির্দিষ্ট দিন উল্লেখ করা আছে। সেই দিকে দিনপঞ্জি রাখলে সংসারে উপচে পড়বে সুখ, সমৃদ্ধি। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
বাস্তু শাস্ত্র অনুযায়ী, কোন দিকে ক্যালেন্ডার রাখছেন বা টাঙাচ্ছেন সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। ভুল দিকে ক্যালেন্ডার রাখলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সময় খারাপ যেতে পারে। ছবি- সংগৃহীত
4
8
বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে চাইলে, শুভ ভাবনা, চিন্তা বজায় রাখতে চাইলে বাড়ির পশ্চিম দিকে ক্যালেন্ডার রাখা উচিত। বিশেষ করে যাঁরা কোনও শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের উপর শুভ প্রভাব পড়ে। প্রেরণা পান। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
এছাড়া পূর্ব দিকেও রাখতে পারেন ক্যালেন্ডার। পূর্ব দিককে সূর্যের দিক বলে মনে করা হয়। অর্থাৎ যা নতুন সূচনা করায়, জীবনকে এগিয়ে নিয়ে চলে। লক্ষ্যকে পূরণ করতে চাইলে, উন্নতি নিশ্চিত করতে পূর্ব দিকে ক্যালেন্ডার লাগাতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
যাঁরা ব্যবসায়ী, ব্যবসার উন্নতি চান তাহলে উত্তর দিকে রাখা উচিত ক্যালেন্ডার। এই দিকটি স্থিরতা এবং সমৃদ্ধির প্রতীক। তাই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে, ইতিবাচক উর্জাকে আকর্ষিত করতে ব্যবসার জায়গায় উত্তর দিকে ক্যালেন্ডার লাগান। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
ব্যক্তিগত উন্নতি চাইলে বা আধ্যাত্মিক দিকে মন দিতে চাইলে উত্তর পূর্ব কোণ শ্রেষ্ঠ দিক ক্যালেন্ডার রাখার জন্য। সকলেই জানেন এই দিকটি ঈশ্বরের দিক বলে মনে করা হয়। মোটিভেশন পাওয়া যায় এদিকে দিনপঞ্জি রাখলে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
প্রেম জীবন বা দাম্পত্য টলমল করছে? সমস্যা কাটিয়ে ভালবাসা বাড়াতে চাইছেন? তাহলে দক্ষিণ পশ্চিম দিকে রাখুন ক্যালেন্ডার। এই দিকের সঙ্গে স্নেহ, প্রেম, ভালবাসা যুক্ত। প্রেমের ছবি রয়েছে এমন ক্যালেন্ডার আপনাদের ঘরের দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত