আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ মহকুমা শাসকের অফিস ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান নগর থানার পুলিশ ও দমকল বিভাগে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ত্রিশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
যে ঘরগুলিতে আগুন লেগেছিল, সেগুলি মূলত ম্যাজিস্ট্রেট অফিস হিসেবে ব্যবহৃত হত। ওই ঘরগুলিতে দপ্তরের যে আধিকারিকরা কাজ করেন তাঁদের খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা গড়ালেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা স্পষ্টভাবে জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
দমকল বিভাগের ফায়ার অফিসার ধীরেন্দ্র কুমার রায় জানান, “দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” তবে তিনি জানান, যে ঘরগুলিতে আগুন লাগে, সেখানে এসআইআর-এর কাজ হচ্ছিল না।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কম্পিউটারের ইউপিএস ব্লাস্টের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনায় কেউ হতাহত হননি বলে স্বস্তি প্রকাশ করেছে প্রশাসন। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কায় প্রশাসনিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
