আজকাল ওয়েবডেস্ক: জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে পারবেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছে আদালত। তবে, শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। আদালত জানিয়েছে, ৫ জন কর্মী নিয়ে গ্রামে ঢুকে ত্রাণ বিলি করতে পারবেন সায়ন। উল্লেখ্য, দলুয়াখাকিতে অগ্নিসংযোগের ঘটনার পর একাধিকবার গ্রামে ঢুকে ত্রাণ বিলি করতে চেয়েছিল সিপিএম। কিন্তু কোনো সিপিএম নেতাকেই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। ঘরছাড়া হয়েছিলেন বহু গ্রামবাসী। এই ঘটনায় আদালতে মামলা করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের তরফে জানানো হয়, গ্রামে আইন বজায় রাখতেই কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

আদালত জানিয়েছে, পাঁচজন কর্মী নিয়ে গ্রামে ঢুকে ত্রাণ বিলি করতে পারবেন তিনি। তবে তাঁর সঙ্গে থাকবে পুলিশ। অন্যদিকে, দলুয়াখাকি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় রবিবার রাতে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে গোটা ঘটনায় মোট ছ’জনকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর দুষ্কৃতীদের খুন হন দলুয়াখাকির তৃণমূল অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্কর। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আশেপাশের এলাকায়। পিটিয়ে খুন করা হয় এক অভিযুক্তকে। দলুয়াখাকি গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিপিএম নেতা আনিসুল লস্করকে।