আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে মালদা জেলা থেকে ঝাড়খণ্ডে জাল নোট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিদের নাম বৈদ্যনাথ মণ্ডল(৫০) এবং আরশাদ খান (২১)। ধৃত ব্যক্তিদের বাড়ি যথাক্রমে মালদা জেলার বৈষ্ণবনগর এবং ঝাড়খণ্ডের রাঁচি এলাকায়। ধৃতদের গ্রেপ্তারির পর জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘জাল নোট পাচার চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির থেকে ৫০০ টাকা মূল্যের মোট এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই জাল নোট পেয়েছেন এবং এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে’।

 

 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে শনিবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘সম্প্রতি ভারতীয় জাল নোটের একটি বড় কনসাইনমেন্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে। তারপর থেকেই মালদার স্থানীয় পাচারকারীদের সাহায্যে সেই জাল নোট ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ভাগে ভাগে ছড়িয়ে পড়ছে’। উল্লেখ্য, মালদা থেকে মধ্যপ্রদেশে জাল নোট পাচার করতে গিয়ে দিন কয়েক আগে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকা থেকে এসটিএফের হাতে প্রায় ২.৪০ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার হন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। 

 

 

জেলা পুলিশের ওই আধিকারিক আরও জানান, সম্প্রতি বৈদ্যনাথ এবং আরশাদের মধ্যে জাল নোটের কারবার নিয়ে একটি চুক্তি হয়। সেই চুক্তি মতই শুক্রবার রাতে বৈদ্যনাথ এক লক্ষ টাকার জাল নোট নিয়ে সামশেরগঞ্জের ডাকবাংলো মোড়ে আসেন আরশাদের হাতে সেই জাল নোটের বাণ্ডিল তুলে দেওয়ার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে অপেক্ষা করছিল পুলিশ। ফলে, অভিযুক্তরা আদানপ্রদানের জন্য এক হতেই সামশেরগঞ্জ থানার পুলিশ হাতেনাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।