আজকাল ওয়েবডেস্ক: ৭ দফার ভোটের শুক্রবার দ্বিতীয় দফা। বাংলা, অসম, বিহার সহ ১৩ রাজ্যে মোট ৮৮আসনে ভোট দ্বিতীয় দফায়। ভোটের সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মূর্তি দম্পতি। রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি জানিয়েছেন, নারায়ণ মূর্তি হাসপাতালে ছিলেন, ছুটি হওয়ার পরেই তিনি ভোট দিতে এসেছেন।ভোট দেওয়ার পরে তাঁকে নিয়ে যাওয়া হবে বাড়িতে।
শুক্রবার সকালে বেঙ্গালুরুর জয়নগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ভোট দেওয়ার পর তিনি বলেন, প্রতি ৫ বছরে একবার আসে এই লোকসভার ভোট। এই সুযোগ যেমন হাতছাড়া করা উচিত নয় বলে জানিয়েছেন, তেমনই জানিয়েছেন, ভাবনা চিন্তা করেই এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। বাড়িতে বসে না থেকে বাইরে বেরিয়ে ভোট দানের জন্য আহ্বান জানিয়েছেন মূর্তি দম্পতি। দ্বিতীয় দফার নির্বাচনের সকালে ভোট দেন রাহুল দ্রাবিড়। তিনিও বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকের এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।