আজকাল ওয়েবডেস্ক: গোয়ার ভোটারদের ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিতে বললেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, দেশে গণতন্ত্র, একতা, দুর্নীতি এবং ওয়াশিং মেশিনের রাজনীতি রুখতে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আসতেই হবে। বিজেপিকে একহাত নিয়ে থারুর বলেন, বিরোধী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়ে কী প্রমাণ করতে চাইছে বিজেপি ? বিরোধী দলেন প্রধান নেতাদেরও লকআপে ভরে রাখা হয়েছে। এমনকি এক রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা জেলে ভরে রেখেছে। বিরোধী দলের হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে যদি সেখান থেকে টাকা উদ্ধার হয়। বিজেপি গোটা বিষয়টি একতরফাভাবে দেখানোর চেষ্টা করছে। এছাড়া এজেন্সি দিয়ে বিরোধী দলকে কব্জা করার নতুন রাজনীতি শুরু করেছে বিজেপি। বিজেপির ওয়াশিং মেশিনের রাজনীতিতে কটাক্ষ করে থারুর বলেন, যে কেউ বিজেপিতে যোগদান করলেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অদৃশ্য হয়ে যাচ্ছে। এটাই ওয়াশিং মেশিনের রাজনীতি। থারুর এদিন বলেন, এবারের লোকসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি বড় চমক পাবে। দুই দফার ভোটে যে হারে ভোট হয়েছে তাতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটই।