আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ঘটে যাওয়া সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য চাইল কমিশন। ব্যালট ভাঙচুর থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ। একইসঙ্গে ব্যালটে কারচুপি সহ পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ। রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক সন্ত্রাসের অভিযোগের রিপোর্ট তলব করল কমিশন। মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখেই চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। উল্লেখ ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ৬ এপ্রিল বিএসএফ গেস্ট হাউসে দুপুর ১২টায় রাজ্যে বাহিনী মোতায়েন কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডিশনাল ডাইরেক্টর আনন্দ কুমার,  জেনারেল অফ পুলিশ, লিগ্যাল এন্ড স্টেট নোডাল অফিসার অফ পুলিশ।