আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। তামিলনাড়ুর ১৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরীর একটি লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। তবে দ্বিতীয় ও তৃতীয় তালিকার মত চতুর্থদফাতেও বাংলার কোনও বিজেপি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল না বিজেপি। ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১৯৫ জনের মধ্যে বাংলার ২০ জন প্রার্থীর নাম ছিল। তবে এরপর বাকি তিনটি দফার কোনওটিতেই বাংলার প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল না বিজেপি। তামিলনাড়ুতে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন চিত্রতারকা শরদকুমারের স্ত্রী রাধিকা। পন্ডিচেরীতে এনআর কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। সেখানে বিজেপিকে একটি আসন ছেড়েছে এন রঙ্গনাথের দল।